Ajker Patrika

শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় মাংস বিক্রেতা নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় মাংস বিক্রেতা নিহত

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় বেলাল হোসেন (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল ওয়াদুদ। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও এর চালক পুলিশি হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ডভ্যান গাড়িসহ চালক শরিফুল ইসলামকে (৩৪) আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শরিফুলের বাড়ি নাটোর সদর থানার ধরাইল গ্রামে।

নিহত বেলাল হোসেনের বাড়ি শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায়। তিনি স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, বেলাল আজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি হাট থেকে ছাগল কিনে ভ্যানে করে শেরপুরে আসছিলেন। শহরের খেজুরতলা এলাকা দিয়ে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আসার পথে পেছন থেকে ভ্যানটিকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়।

বেলাল ভ্যান থেকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের লোকজন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত