Ajker Patrika

তালিকায় 'মৃত', ভোট দিতে পারলেন না পরিচয়পত্রে জীবিত শিক্ষক 

লালপুর (নাটোর) প্রতিনিধি
তালিকায় 'মৃত', ভোট দিতে পারলেন না পরিচয়পত্রে জীবিত শিক্ষক 

নির্বাচন কমিশনের তালিকায় মৃত হওয়ায় ভোট দিতে পারলেন না দিপেন্দ্রনাথ সাহা (৫২)। গতকাল রোববার ইউপি নির্বাচনে নাটোরের লালপুর ইউনিয়নের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও জোতদৈবকী গ্রামের বাসিন্দা। 

দিপেন্দ্রনাথ সাহা বলেন, ২০১৫ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারি নির্বাচন কমিশনের মৃত ব্যক্তির তালিকায় আমার নাম রয়েছে। ওই বছর উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করি। তিন বছর পর ২০১৮ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধিত কপি হাতে পাই। কিন্তু ভোটার তালিকা সংশোধন না করায় ভোট দিতে পারিনি। 

দিপেন্দ্রনাথ সাহা আরও বলেন, নির্বাচন কমিশনের কাগজে-কলমে আমাকে মৃত উল্লেখ করায় বেতন-ভাতা উত্তোলনে ও পাসপোর্ট ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে। সংশোধনের জন্য আবেদনের তিন বছর পর নির্বাচন কমিশনের সার্ভারে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হলেও ভোটার তালিকায় আবারও মৃত দেখানো হয়েছে। এর আগে অনেকবার ভোট দিয়েছি এবং শিক্ষক হিসেবে ভোটগ্রহণের দায়িত্বও পালন করেছি। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, সার্ভারে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়া হয়েছে। কিন্তু ভোটার তালিকা কেন সংশোধন হলো না তা বুঝতে পারছি না। ভোটার তালিকা খুব শিগগিরই ঠিক করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত