শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে আগুনে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে গেছে। তিনটি গরু ও সাতটি ছাগলসহ মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা (ডাক্তার পাড়া) গ্রামের মাফুজার রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাফুজার রহমান বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় আমরা সাহায্যের জন্য চিৎকার করলেও বৃষ্টি হওয়ায় স্থানীয়রা আমাদের ডাক শুনতে পায়নি। একপর্যায়ে গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি গরু, সাতটি ছাগল পুড়ে মারা যায়। টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ চারটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।’
মাফুজার রহমান আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের মাহাবুর রহমানের বাড়িতেও। সেখানে চারটি ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’
বগুড়ার শিবগঞ্জে আগুনে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে গেছে। তিনটি গরু ও সাতটি ছাগলসহ মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা (ডাক্তার পাড়া) গ্রামের মাফুজার রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাফুজার রহমান বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় আমরা সাহায্যের জন্য চিৎকার করলেও বৃষ্টি হওয়ায় স্থানীয়রা আমাদের ডাক শুনতে পায়নি। একপর্যায়ে গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি গরু, সাতটি ছাগল পুড়ে মারা যায়। টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ চারটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।’
মাফুজার রহমান আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের মাহাবুর রহমানের বাড়িতেও। সেখানে চারটি ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে