Ajker Patrika

রামেকে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রামেকে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম আজিজুল ইসলাম (২০)। পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়বিশাকুল গ্রামে তাঁর বাড়ি।

গতকাল মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাবনা ছাড়া আজিজুল অন্য কোনো জেলায় যাননি। জ্বর হলে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরদিন রামেকে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে মঙ্গলবার দুপুরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তিনি সেখানেই মারা যান। আজিজুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।’ 

হাসপাতালের পরিচালক জানান, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। রামেক হাসপাতালে চলতি মৌসুমে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো ১৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১৫৮ জনই নিজ নিজ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা অন্য কোনো জেলায় যাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত