Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ার ২ শিশু ট্রেনে চেপে ঢাকা হয়ে রাজশাহী, ফেরাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ব্রাহ্মণবাড়িয়ার ২ শিশু ট্রেনে চেপে ঢাকা হয়ে রাজশাহী, ফেরাল পুলিশ

ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এরপরর ঢাকা থেকে রাজশাহীতে চলে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানা–পুলিশ শিশু দুজনকে তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া শিশু দুজন হলো—উসমান গণি (৮) ও মো. ইব্রাহিম (৮)। উসমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের মো. বাসেদের ছেলে। আর ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কাজীপাড়া গ্রামের মো. দুলালের ছেলে।

শিশু উসমানের বাবা জানান, গত বৃহস্পতিবার তিনি কাজের জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। কিছুক্ষণ পর শিশু উসমানও তাঁকে অনুসরণ করে বাড়ি থেকে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যায়। সেখানে শিশু ইব্রাহিমের সঙ্গে তার পরিচয় হয়। তারা দুজন একসঙ্গে ট্রেনে উঠে কমলাপুর রেলস্টেশনে চলে যায়। এরপর তারা আবার বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠে। কিন্তু সেই ট্রেনটি ছিল রাজশাহীর। এভাবে তাঁরা রাজশাহী গিয়ে হারিয়ে যায়।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গত শুক্রবার কাটাখালী থানার হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশু দুটি কাঁদছিল। তখন পুলিশ তাদের উদ্ধার করে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। শিশু দুটি তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানালেও আর কিছু বলতে পারছিল না। তবে তাদের মধ্যে একজন এলাকার এক মাদ্রাসা শিক্ষকের মোবাইল নম্বর বলতে পারে। পরে সেখান থেকে শিশু দুজনের পরিবারের খোঁজ পাওয়া যায়। পরে অভিভাবককে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত