প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
বগুড়ার শিবগঞ্জে এক বাউলশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাউলগান করায় তাকে মেরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ওই বাউলশিল্পীর নাম মেহেদী হাসান (১৬)। সে জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই অভিযোগে গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাউলশিল্পী মেহেদী পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত। বাউলশিল্পী হওয়ার কারণে সে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া ও সাদা গামছা ব্যবহার করত। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী তাঁর মাথায় ছিল বাবরি (লম্বা) চুল। গ্রেপ্তার ব্যক্তিরা তার পোশাক ও মাথার চুল নিয়ে বিভিন্ন সময়ে নানান অশালীন মন্তব্য ও কটাক্ষ করে আসছিল। এসবের কারণে প্রতিবাদ করে মেহেদী। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে জোর করে তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে মেহেদীকে মারধরের শিকার হতে হয়।
বাউলশিল্পী মেহেদী বলে, 'অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন অন্যদের বলে, ''শালার মাথা ন্যাড়া করে দিয়ে বাউলগানের সাধ মিটিয়ে দে''। তখন চুল কাটার মেশিন দিয়ে জোর করে আমাকে ন্যাড়া করে দেয় এবং মারধর করে তারা।'
আজ বুধবার সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাউলশিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেহেদী।
বগুড়ার শিবগঞ্জে এক বাউলশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাউলগান করায় তাকে মেরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ওই বাউলশিল্পীর নাম মেহেদী হাসান (১৬)। সে জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই অভিযোগে গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাউলশিল্পী মেহেদী পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত। বাউলশিল্পী হওয়ার কারণে সে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া ও সাদা গামছা ব্যবহার করত। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী তাঁর মাথায় ছিল বাবরি (লম্বা) চুল। গ্রেপ্তার ব্যক্তিরা তার পোশাক ও মাথার চুল নিয়ে বিভিন্ন সময়ে নানান অশালীন মন্তব্য ও কটাক্ষ করে আসছিল। এসবের কারণে প্রতিবাদ করে মেহেদী। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে জোর করে তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে মেহেদীকে মারধরের শিকার হতে হয়।
বাউলশিল্পী মেহেদী বলে, 'অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন অন্যদের বলে, ''শালার মাথা ন্যাড়া করে দিয়ে বাউলগানের সাধ মিটিয়ে দে''। তখন চুল কাটার মেশিন দিয়ে জোর করে আমাকে ন্যাড়া করে দেয় এবং মারধর করে তারা।'
আজ বুধবার সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাউলশিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেহেদী।
নওগাঁর রাণীনগরে এবার এক হতদরিদ্র বৃদ্ধের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের বৃদ্ধ নাসির উদ্দীন মণ্ডলের গরু তিনটি চুরি হয়। এ ঘটনায় থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১৮ মিনিট আগেআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। এতে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগেশেরপুরের নকলায় শামছুর রহমান আবুল (৬৫) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে নকলা পৌরসভার জালালপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নকলা থানা–পুলিশ।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
১ ঘণ্টা আগে