নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সাকো নামের একটি এনজিওর নির্বাহী পরিচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার বেলা ১১টায় এক বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার সরাইগাছি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাইবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা (২৯) এবং সরাইগাছী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (৫৭)।
জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান জানান, গ্রেপ্তার মাসুদ রানা, তোফাজ্জল হোসেন ও জহুরুল ইসলাম নামের তিন ব্যক্তি সরাইগাছি বাজারে অফিস ভাড়া নিয়ে সাঁকো নামের একটি এনজিও খুলে সাধারণ মানুষের কাছ থেকে মুনাফার প্রলোভন দিয়ে টাকা আদায় করেন। শুরুতে মুনাফা দিলেও একপর্যায়ে তা বন্ধ করেন। এরপর গ্রাহকেরা জমা করা টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন।
এ রকমই প্রতি মাসে লাখে ১০ হাজার টাকা পাবেন মর্মে স্থানীয় শাহাবুদ্দিন, আমিনুল ও আমানুল্লাহ নামের কয়েকজন ভুক্তভোগী কথিত সাঁকো এনজিওতে সাড়ে ১০ লাখ টাকা জমা দেন। প্রতিষ্ঠানটির এমডি মাসুদ রানা ও নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের কাছে জমা করা টাকার মুনাফা চাইতে গেলে তাঁরা টাকা দিতে টালবাহানা শুরু করেন। পরে আসল টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে কালক্ষেপণ শুরু করেন।
মোস্তফা জামান আরও জানান, এ ব্যাপারে সাপাহার ও পোরশা উপজেলার প্রায় ৮-১০ জন ভুক্তভোগী র্যাব ক্যাম্পে এসে তাঁদের সঙ্গে সাঁকো এনজিও প্রতারণা করছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে র্যাব তদন্ত শুরু করে। এরপর অভিযান চালিয়ে মাসুদ রানা ও প্রতিষ্ঠানটির মাঠকর্মী তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় জহুরুল ইসলাম র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে পোরশা থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে।
নওগাঁর পোরশায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সাকো নামের একটি এনজিওর নির্বাহী পরিচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার বেলা ১১টায় এক বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার সরাইগাছি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালাইবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা (২৯) এবং সরাইগাছী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (৫৭)।
জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান জানান, গ্রেপ্তার মাসুদ রানা, তোফাজ্জল হোসেন ও জহুরুল ইসলাম নামের তিন ব্যক্তি সরাইগাছি বাজারে অফিস ভাড়া নিয়ে সাঁকো নামের একটি এনজিও খুলে সাধারণ মানুষের কাছ থেকে মুনাফার প্রলোভন দিয়ে টাকা আদায় করেন। শুরুতে মুনাফা দিলেও একপর্যায়ে তা বন্ধ করেন। এরপর গ্রাহকেরা জমা করা টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন।
এ রকমই প্রতি মাসে লাখে ১০ হাজার টাকা পাবেন মর্মে স্থানীয় শাহাবুদ্দিন, আমিনুল ও আমানুল্লাহ নামের কয়েকজন ভুক্তভোগী কথিত সাঁকো এনজিওতে সাড়ে ১০ লাখ টাকা জমা দেন। প্রতিষ্ঠানটির এমডি মাসুদ রানা ও নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের কাছে জমা করা টাকার মুনাফা চাইতে গেলে তাঁরা টাকা দিতে টালবাহানা শুরু করেন। পরে আসল টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে কালক্ষেপণ শুরু করেন।
মোস্তফা জামান আরও জানান, এ ব্যাপারে সাপাহার ও পোরশা উপজেলার প্রায় ৮-১০ জন ভুক্তভোগী র্যাব ক্যাম্পে এসে তাঁদের সঙ্গে সাঁকো এনজিও প্রতারণা করছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে র্যাব তদন্ত শুরু করে। এরপর অভিযান চালিয়ে মাসুদ রানা ও প্রতিষ্ঠানটির মাঠকর্মী তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় জহুরুল ইসলাম র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে পোরশা থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে