শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ওই ইউনিয়নের বিহার হাটে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলাম নৌকা প্রতীক পান। এবং বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মতিউর রহমান মতিন মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পান। এরপরই তাঁরা উভয়েই নির্বাচনী প্রচারে নামেন। সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিহার হাট এলাকায় মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী সভা করেন।
বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিন বলেন, হঠাৎই রাত ৮টার দিকে নৌকা মার্কার কর্মী সমর্থকেরা মোটরসাইকেল মার্কার একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় সেখানে রাখা কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন তাঁরা। এ সময় আমার কমপক্ষে ১০ জন কর্মী–সমর্থক আহত হয়েছে।
আহতদের মধ্যে হারুন (৩৫) ও জুয়েলকে (৩৬) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখান থেকে ফেরার সময় মোটরসাইকেল মার্কার কর্মী সমর্থকেরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারজনকে আটক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বিহার হাট এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ আছে।
বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ওই ইউনিয়নের বিহার হাটে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলাম নৌকা প্রতীক পান। এবং বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মতিউর রহমান মতিন মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পান। এরপরই তাঁরা উভয়েই নির্বাচনী প্রচারে নামেন। সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিহার হাট এলাকায় মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী সভা করেন।
বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিন বলেন, হঠাৎই রাত ৮টার দিকে নৌকা মার্কার কর্মী সমর্থকেরা মোটরসাইকেল মার্কার একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় সেখানে রাখা কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন তাঁরা। এ সময় আমার কমপক্ষে ১০ জন কর্মী–সমর্থক আহত হয়েছে।
আহতদের মধ্যে হারুন (৩৫) ও জুয়েলকে (৩৬) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখান থেকে ফেরার সময় মোটরসাইকেল মার্কার কর্মী সমর্থকেরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারজনকে আটক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বিহার হাট এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ আছে।
বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামে করতোয়া নদীর ভাঙনে সড়ক ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, চার-পাঁচ বছর ধরে অব্যাহত ভাঙনে ইতিমধ্যে চার থেকে পাঁচ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামের প্রধান সড়কের অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের তিন গ্রামের মানুষের চলাচল...
৭ মিনিট আগেআড়াই ফুট লম্বা শারীরিক প্রতিবন্ধী নছু মিয়া। ষাটোর্ধ প্রতিবন্ধী নছু মিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভিবৃক্ষাত্তি করে কিছু টাকা জমান। বার্ধক্য জনিত কারণে অসুস্থ হওয়ার পরপরই জমানো টাকাগুলো স্থানীয় এক বিএনপির নেতার মালিকানাধীন ইসলামীক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি এনজিওতে জমা করেন।
২৮ মিনিট আগেস্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজের তিনদিন পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষারকে (২৭) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে