বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
আধুনিকতা ও ডিজিটালের ছোঁয়ায় অনেক কিছুর পরিবর্তন ঘটলেও গ্রামীণ হাটবাজারে বসে চুল-দাঁড়ি কাটা নাপিতের কদর একটুও কমেনি। আজও নাপিতরা ধরে রেখেছেন বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। এ ছাড়া কম পয়সায় চুল-দাঁড়ি কাটার এমন সুযোগ পেয়ে গ্রামের স্বল্প আয়ের লোকজনও ছুটে যান ওই সব নাপিতের কাছে।
জানা যায়, চুল দাঁড়ি কাটার পসরা সাজিয়ে বসেছেন বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের জোলাপাড়া হাটে। এ হাটে নাপিত বাঁধন চন্দ্র শীল, নিতাই শীল ও আবুল কাসেমসহ অনেকে চুল দাঁড়ি কাটেন। প্রত্যেক রোববার সেখানে হাট বসে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন হাটবারে ছুটে এসেছেন চুল দাঁড়ি কাটাতে। মফিজ উদ্দিন শেখ তাঁদেরই একজন। তাঁর বয়স আশি ছুঁই ছুঁই। হাটে এসেছিলেন হাঁস বিক্রি করতে। এক জোড়া দেশি হাঁস ৭০০ টাকায় বিক্রি করে নিত্যপণ্যের বাজার সেরেছেন। এবার বাড়ি ফেরার আগে চুল দাঁড়ি কাটাতে গেছেন নিতাই শীলের কাছে। বসেছেন একটি পিঁড়িতে। নিতাই শীল তাঁর চুলগুলো কেটে চাপ দাঁড়িগুলো সাইজ করে দিচ্ছেন। এ কাজের জন্য নিতাই শীল পাবেন ৩০ টাকা। সস্তায় চুল দাঁড়ি কাটাতে পেরে মফিজ উদ্দিন শেখ দারুন খুশি।
তাঁর পাশেই আরেক বাক্প্রতিবন্ধী নাপিত আবুল কাসেম দ্রুত কাজ করে চলেছেন। প্রতিবন্ধী হলেও চুল দাঁড়ি কাটায় তাঁর কাজের গতি বেশ। পিঁড়ি এগিয়ে দিয়ে তার কাছে আসা খদ্দরদের ইশারায় সেখানে বসতে বলছেন।
নাপিত নিতাই শীল বলেন, এটা আমাদের তিন পুরুষের পেশা। এ হাটেই এক সময় দুই টাকায় চুল ও এক টাকায় দাঁড়ি কেটেছেন।
খদ্দর মফিজ উদ্দিন শেখ বলেন, এভাবেই চুল দাঁড়ি কেটে বয়স আশি পার হল। আমার এক নাতি ঢাকায় লেখাপড়া করেন। শুনেছি তাঁর একবার চুল দাঁড়ি কাটতে খরচ হয় ৩০০ টাকা।
আধুনিকতা ও ডিজিটালের ছোঁয়ায় অনেক কিছুর পরিবর্তন ঘটলেও গ্রামীণ হাটবাজারে বসে চুল-দাঁড়ি কাটা নাপিতের কদর একটুও কমেনি। আজও নাপিতরা ধরে রেখেছেন বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। এ ছাড়া কম পয়সায় চুল-দাঁড়ি কাটার এমন সুযোগ পেয়ে গ্রামের স্বল্প আয়ের লোকজনও ছুটে যান ওই সব নাপিতের কাছে।
জানা যায়, চুল দাঁড়ি কাটার পসরা সাজিয়ে বসেছেন বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের জোলাপাড়া হাটে। এ হাটে নাপিত বাঁধন চন্দ্র শীল, নিতাই শীল ও আবুল কাসেমসহ অনেকে চুল দাঁড়ি কাটেন। প্রত্যেক রোববার সেখানে হাট বসে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন হাটবারে ছুটে এসেছেন চুল দাঁড়ি কাটাতে। মফিজ উদ্দিন শেখ তাঁদেরই একজন। তাঁর বয়স আশি ছুঁই ছুঁই। হাটে এসেছিলেন হাঁস বিক্রি করতে। এক জোড়া দেশি হাঁস ৭০০ টাকায় বিক্রি করে নিত্যপণ্যের বাজার সেরেছেন। এবার বাড়ি ফেরার আগে চুল দাঁড়ি কাটাতে গেছেন নিতাই শীলের কাছে। বসেছেন একটি পিঁড়িতে। নিতাই শীল তাঁর চুলগুলো কেটে চাপ দাঁড়িগুলো সাইজ করে দিচ্ছেন। এ কাজের জন্য নিতাই শীল পাবেন ৩০ টাকা। সস্তায় চুল দাঁড়ি কাটাতে পেরে মফিজ উদ্দিন শেখ দারুন খুশি।
তাঁর পাশেই আরেক বাক্প্রতিবন্ধী নাপিত আবুল কাসেম দ্রুত কাজ করে চলেছেন। প্রতিবন্ধী হলেও চুল দাঁড়ি কাটায় তাঁর কাজের গতি বেশ। পিঁড়ি এগিয়ে দিয়ে তার কাছে আসা খদ্দরদের ইশারায় সেখানে বসতে বলছেন।
নাপিত নিতাই শীল বলেন, এটা আমাদের তিন পুরুষের পেশা। এ হাটেই এক সময় দুই টাকায় চুল ও এক টাকায় দাঁড়ি কেটেছেন।
খদ্দর মফিজ উদ্দিন শেখ বলেন, এভাবেই চুল দাঁড়ি কেটে বয়স আশি পার হল। আমার এক নাতি ঢাকায় লেখাপড়া করেন। শুনেছি তাঁর একবার চুল দাঁড়ি কাটতে খরচ হয় ৩০০ টাকা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১১ মিনিট আগে