বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তাঁর সোর্স। গত রোববার মধ্যরাতে এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তাজমিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদরের ছোট কুমিড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মারধরের শিকার দুজন হলেন, সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. নাসিম ও তাঁর সোর্স আব্দুল মান্নান। পুলিশ সদস্য নাসিমকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। তাঁর সোর্স সাবেক পুলিশ সদস্য মান্নানকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে মান্নান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজমিলুর রহমান।
জানা যায়, সম্প্রতি ছোট কুমিড়া এলাকা থেকে ২৯ বছর বয়সী চাম্পা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায় চাম্পার কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক তাজমিলুর বলেন, চাম্পার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী শয়ন শেখ ও ভাই স্বপনকে গ্রেপ্তার করতে সদর ফাঁড়ির একটি টিম ছোট কুমিড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় আসামির স্বজনদের হামলার শিকার হন পুলিশ সদস্য নাসিম ও সোর্স মান্নান। পরে খবর পেয়ে সদর থানার আরেকটি টিম গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান চলছে।
বগুড়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তাঁর সোর্স। গত রোববার মধ্যরাতে এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তাজমিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদরের ছোট কুমিড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মারধরের শিকার দুজন হলেন, সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. নাসিম ও তাঁর সোর্স আব্দুল মান্নান। পুলিশ সদস্য নাসিমকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। তাঁর সোর্স সাবেক পুলিশ সদস্য মান্নানকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে মান্নান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজমিলুর রহমান।
জানা যায়, সম্প্রতি ছোট কুমিড়া এলাকা থেকে ২৯ বছর বয়সী চাম্পা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায় চাম্পার কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক তাজমিলুর বলেন, চাম্পার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বামী শয়ন শেখ ও ভাই স্বপনকে গ্রেপ্তার করতে সদর ফাঁড়ির একটি টিম ছোট কুমিড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় আসামির স্বজনদের হামলার শিকার হন পুলিশ সদস্য নাসিম ও সোর্স মান্নান। পরে খবর পেয়ে সদর থানার আরেকটি টিম গিয়ে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান চলছে।
পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে এক জেলের জালে প্রায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে লেম্বুরচরসংলগ্ন বঙ্গোপসাগর থেকে আল-আমিন খাঁ নামে এক জেলে মাছটি ধরেন।
৫ মিনিট আগেশরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
২৩ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবকে (২৮) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঈশ্বরদী থানা-পুলিশ এ কথা নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগেবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের সীমিত সম্পদের কথা মাথায় রেখে অপচয়, দুর্নীতি কমাতে হবে। উন্নয়নের আরেকটি বড় সমস্যা আমাদের প্রকল্প ব্যয় বেশি।’
৩৬ মিনিট আগে