Ajker Patrika

১৫ বছর পর মান্দায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
১৫ বছর পর মান্দায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

১৫ বছর পর নওগাঁর মান্দায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার। দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫ পদে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

সূত্রে জানা গেছে, নির্বাচনে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল প্যানেল ২৫ পদেই প্রার্থী দিয়েছে। অপরদিকে মঞ্জুরুল হাসান আলম ও মোজাম্মেল হক বকুল প্যানেল ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান তিন পদে ৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন।

এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক পদে তিনজন। আগামী শনিবার সকাল ৯টার থেকে বেলা ৩টা একটানা ভোটগ্রহণ করা হবে। এবারে মোট ভোটার সংখ্যা ৯৯৭ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন উপজেলায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। সর্বশেষ কমিটির সভাপতি মো. সাহাদত হোসেন অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে সাংগঠনিক কাজ চালানো হয়। নেতৃত্ব সংকটের কারণে এরই মধ্যে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে যারা শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন তাদেরই বেছে নেবেন শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত