নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে মুখোমুখি অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুর ১২টা থেকে আন্দোলনকারীরা নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নিয়েছেন। এর দেড় কিলোমিটার পশ্চিমে রেলগেট এলাকায় অবস্থান করছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে চারপাশ মুখর করে তুলেছেন। আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও নানা স্লোগান দিচ্ছেন। তবে আন্দোলনরত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানের দুই স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই। আওয়ামী লীগের আরেকটি অংশ নগরীর জিরো পয়েন্টে সমাবেশ করছে। তবে সাহেববাজার এলাকায় পর্যাপ্ত পুলিশ রয়েছে।
এর আগে সকাল ১০টা থেকে সরকারপতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন শুরুর প্রথম দিন আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে অবস্থান নেন। সেখান থেকে তাঁরা তালাইমারী মোড় হয়ে ভদ্রায় আসেন। আন্দোলনকারীদের তালাইমারী মোড় ও ভদ্রা এলাকার পুলিশের কয়েকটি সিসি ক্যামেরা ভেঙে ফেলতে দেখা যায়।
আগের দিন শনিবার আন্দোলনকারীরা একইভাবে রুয়েটের সামনে থেকে ভদ্রা হয়ে রেলগেট পর্যন্ত আসেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ জন্য রোববার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রেলগেট এলাকায় অবস্থান নিয়েছেন। তাঁদের হাতে হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে। এদিকে শিক্ষার্থীদের হাতেও রয়েছে লাঠিসোঁটা, হকিস্টিক, পাইপ ও রড।
আন্দোলনকারীরা রেলগেট এলাকায় এলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা। এ অবস্থায় উত্তেজনা বিরাজ করছে এলাকাটিতে। তবে এখন আন্দোলনকারীরা ভদ্রা থেকে রেলগেটের দিকে এগিয়ে আসছেন না। শিক্ষার্থীদের মাঝে শিবির, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দেখা গেছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আন্দোলনরতরা সকাল থেকে বিক্ষোভ করলেও পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রণে আছে। সরকারি স্থাপনা ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ জনগণের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে পুলিশ তা প্রতিরোধ করবে বলেও জানান ওসি।
রাজশাহীতে মুখোমুখি অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুর ১২টা থেকে আন্দোলনকারীরা নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নিয়েছেন। এর দেড় কিলোমিটার পশ্চিমে রেলগেট এলাকায় অবস্থান করছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে চারপাশ মুখর করে তুলেছেন। আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও নানা স্লোগান দিচ্ছেন। তবে আন্দোলনরত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানের দুই স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই। আওয়ামী লীগের আরেকটি অংশ নগরীর জিরো পয়েন্টে সমাবেশ করছে। তবে সাহেববাজার এলাকায় পর্যাপ্ত পুলিশ রয়েছে।
এর আগে সকাল ১০টা থেকে সরকারপতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন শুরুর প্রথম দিন আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে অবস্থান নেন। সেখান থেকে তাঁরা তালাইমারী মোড় হয়ে ভদ্রায় আসেন। আন্দোলনকারীদের তালাইমারী মোড় ও ভদ্রা এলাকার পুলিশের কয়েকটি সিসি ক্যামেরা ভেঙে ফেলতে দেখা যায়।
আগের দিন শনিবার আন্দোলনকারীরা একইভাবে রুয়েটের সামনে থেকে ভদ্রা হয়ে রেলগেট পর্যন্ত আসেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ জন্য রোববার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রেলগেট এলাকায় অবস্থান নিয়েছেন। তাঁদের হাতে হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে। এদিকে শিক্ষার্থীদের হাতেও রয়েছে লাঠিসোঁটা, হকিস্টিক, পাইপ ও রড।
আন্দোলনকারীরা রেলগেট এলাকায় এলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা। এ অবস্থায় উত্তেজনা বিরাজ করছে এলাকাটিতে। তবে এখন আন্দোলনকারীরা ভদ্রা থেকে রেলগেটের দিকে এগিয়ে আসছেন না। শিক্ষার্থীদের মাঝে শিবির, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দেখা গেছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আন্দোলনরতরা সকাল থেকে বিক্ষোভ করলেও পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রণে আছে। সরকারি স্থাপনা ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ জনগণের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে পুলিশ তা প্রতিরোধ করবে বলেও জানান ওসি।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৫ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৭ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে