Ajker Patrika

রাবিতে তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল

রাবি প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৯: ৫৪
রাবিতে তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল

সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জিয়া পরিষদ। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে সংগঠনের সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮-এর ধারাবাহিকতায় এবারও তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’ 

যুগ্ম সম্পাদক অধ্যাপক কুদরত-ই জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সবার মতামত ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজন আছে। কিন্তু যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে, তা সবার মতামতকে ক্ষুণ্ন করেছে। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই আমরা এখানে দাঁড়িয়েছি।’ 

সংগঠনের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। এ ছাড়া সংলাপ না করে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদ জানিয়ে কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত