আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ)
দশ কেজি সরিষা থেকে বের হয় তিন কেজি তেল। আর এই তেল বের করতেই বৃদ্ধ দম্পতিকে ঘানি টানতে হয় একটানা আট ঘণ্টা। এই অমানবিক পরিশ্রমের মাধ্যমেই তাঁরা ঘুরিয়ে চলেছেন সংসারের চাকা।
কড়ি কাঠের তৈরি কাতলার ওপর প্রায় ২০০ কেজির পাথর বসিয়ে ঘাড়ে জোয়াল বেঁধে এই ঘানি এখনো টেনে চলেছেন বৃদ্ধ আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। ঘানির টানে ডালার ভেতর সরিষা পিষ্ট হয়ে ফোটা ফোটা তেল পড়ে পাত্রে। স্থানীয় হাটে এই তেল বিক্রি করলেই চলবে সংসার। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এভাবেই ঘানি টেনে চলেন বৃদ্ধ এই দম্পতি। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামে।
ভিটেমাটি ছাড়া আবদুল খালেক ও রাহালা দম্পতির আর কোনো জমিজমা নেই। বাপ-দাদার পেশা ধরে রাখতেই এই ঘানি টানা। আবদুল খালেকের অ্যাজমা রোগের চিকিৎসা করতে কলুর বলদটি বিক্রি করেছেন ১১ বছর আগেই। এর পর আর সামর্থ্য হয়নি গরু কেনার। কেউ সহায়তার হাতও বাড়ায়নি কখনো।
বংশপরম্পরায় তাঁরা ঘানি টানছেন প্রায় ৪৫ বছর ধরে। ১০ বছর বয়স থেকে তাঁর বাবাকে সহযোগিতা করতে ঘানির জোয়াল টানা শুরু করেন আবদুল খালেক। এখন এই ৫৫ বছর বয়সে এসে শরীর আর চলে না। তারপরও মাঝেমধ্যে স্ত্রীকে সহযোগিতা করেন জোয়াল টানতে। দু-তিন মিনিট টানতেই ক্লান্ত হয়ে যায় শরীর। একদিকে বয়স, অন্যদিকে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। কিন্তু অভাবের সংসারে একদিন ঘানি না টানলে যে সংসার চলে না। জোটে না এক মুঠো ভাত।
গতকাল সোমবার দুপুরে আবদুল খালেকের বাড়িতে বসে কথা হলো এই দম্পতির সঙ্গে। এ সময় আবদুল খালেক বলেন, রতনকান্দি হাট থেকে ৮০ টাকা কেজি দরে সরিষা কিনে আনি। এর পর ভোর থেকে দুপুর পর্যন্ত ঘানি টেনে তেল বের করি। হাটে ৩০০ টাকা কেজি দরে এই তেল বিক্রি করে চাল কিনে আনি। তারপর পেটে ভাত যায়। প্রতিদিন এভাবেই আমাদের সংসার চলে। ঘানি টেনে যে তেল পাই, তা বিক্রি করে তিন বেলা খাবার ও ওষুধপত্র জোটানো কঠিন। তিনি বলেন, ‘শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে। দু-তিন মিনিট জোয়াল টানলেই হাফসে (ক্লান্ত হয়ে) যাই। কেউ যদি একটা গরু কিনে দিয়ে সহযোগিতা করত, তাহলে এই শেষ বয়সে আর এত কষ্ট করতে হতো না। বুড়োবুড়ি অনেক সুখে থাকতাম।’
এ ব্যাপারে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতাম না। আপনার মাধ্যমেই জানলাম। সরেজমিন দেখে তারপর কিছু করা যায় কিনা দেখব।
দশ কেজি সরিষা থেকে বের হয় তিন কেজি তেল। আর এই তেল বের করতেই বৃদ্ধ দম্পতিকে ঘানি টানতে হয় একটানা আট ঘণ্টা। এই অমানবিক পরিশ্রমের মাধ্যমেই তাঁরা ঘুরিয়ে চলেছেন সংসারের চাকা।
কড়ি কাঠের তৈরি কাতলার ওপর প্রায় ২০০ কেজির পাথর বসিয়ে ঘাড়ে জোয়াল বেঁধে এই ঘানি এখনো টেনে চলেছেন বৃদ্ধ আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। ঘানির টানে ডালার ভেতর সরিষা পিষ্ট হয়ে ফোটা ফোটা তেল পড়ে পাত্রে। স্থানীয় হাটে এই তেল বিক্রি করলেই চলবে সংসার। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এভাবেই ঘানি টেনে চলেন বৃদ্ধ এই দম্পতি। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামে।
ভিটেমাটি ছাড়া আবদুল খালেক ও রাহালা দম্পতির আর কোনো জমিজমা নেই। বাপ-দাদার পেশা ধরে রাখতেই এই ঘানি টানা। আবদুল খালেকের অ্যাজমা রোগের চিকিৎসা করতে কলুর বলদটি বিক্রি করেছেন ১১ বছর আগেই। এর পর আর সামর্থ্য হয়নি গরু কেনার। কেউ সহায়তার হাতও বাড়ায়নি কখনো।
বংশপরম্পরায় তাঁরা ঘানি টানছেন প্রায় ৪৫ বছর ধরে। ১০ বছর বয়স থেকে তাঁর বাবাকে সহযোগিতা করতে ঘানির জোয়াল টানা শুরু করেন আবদুল খালেক। এখন এই ৫৫ বছর বয়সে এসে শরীর আর চলে না। তারপরও মাঝেমধ্যে স্ত্রীকে সহযোগিতা করেন জোয়াল টানতে। দু-তিন মিনিট টানতেই ক্লান্ত হয়ে যায় শরীর। একদিকে বয়স, অন্যদিকে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। কিন্তু অভাবের সংসারে একদিন ঘানি না টানলে যে সংসার চলে না। জোটে না এক মুঠো ভাত।
গতকাল সোমবার দুপুরে আবদুল খালেকের বাড়িতে বসে কথা হলো এই দম্পতির সঙ্গে। এ সময় আবদুল খালেক বলেন, রতনকান্দি হাট থেকে ৮০ টাকা কেজি দরে সরিষা কিনে আনি। এর পর ভোর থেকে দুপুর পর্যন্ত ঘানি টেনে তেল বের করি। হাটে ৩০০ টাকা কেজি দরে এই তেল বিক্রি করে চাল কিনে আনি। তারপর পেটে ভাত যায়। প্রতিদিন এভাবেই আমাদের সংসার চলে। ঘানি টেনে যে তেল পাই, তা বিক্রি করে তিন বেলা খাবার ও ওষুধপত্র জোটানো কঠিন। তিনি বলেন, ‘শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে। দু-তিন মিনিট জোয়াল টানলেই হাফসে (ক্লান্ত হয়ে) যাই। কেউ যদি একটা গরু কিনে দিয়ে সহযোগিতা করত, তাহলে এই শেষ বয়সে আর এত কষ্ট করতে হতো না। বুড়োবুড়ি অনেক সুখে থাকতাম।’
এ ব্যাপারে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতাম না। আপনার মাধ্যমেই জানলাম। সরেজমিন দেখে তারপর কিছু করা যায় কিনা দেখব।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৯ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে