Ajker Patrika

বাসের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯: ৫৩
বাসের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শামসুল আলম (৪২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গতকাল রোববার (৬ নভেম্বর) উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক শামসুল আলম কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানি বলেন, ‘স্কুলশিক্ষকের মৃত্যুর ঘটনায় নিহতের ভাই আশরাফুল আলম বাদী হয়ে রিজভী পরিবহনের চালককে (অজ্ঞাত) আসামি করে মামলা দায়ের করেছেন। বাসটি চিহ্নিত করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হবে।’ 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানি বলেন, গতকাল রোববার বিকেলে স্কুলশিক্ষক শামসুল আলম মোটরসাইকেলযোগে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় আসছিলেন। সীমান্ত বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী ‘রিজভী পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে উল্লেখ করে চালককে আসামি করে স্কুলশিক্ষকের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত