শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ইমদাদুল হক ওরফে এমাদুর (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ সময় এমাদুরের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, কার্তুজের পাইপগান জাতীয় একটি দেশীয় পিস্তল, চারটি রাইফেলের গুলি, দুটি পিস্তলের গুলি ও তিনটি হাঁসুয়া। তাঁর কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে দাবি করেছে এলাকাবাসী।
ওই গ্রামের বাসিন্দা আসিফ সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এমাদুর আমার বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির প্রধান গেটে পিস্তল দিয়ে গুলি করে। একই দিন মেহেদুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এমাদুরের কাছে আরও অস্ত্র থাকতে পারে। সেসব উদ্ধার করা জরুরি।’
আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক বলেন, ‘গ্রেপ্তার এমাদুর আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আমার গ্রুপে আমার সঙ্গেই রাজনীতি করতেন।’
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এমাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে ইমদাদুল হক ওরফে এমাদুর (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ সময় এমাদুরের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, কার্তুজের পাইপগান জাতীয় একটি দেশীয় পিস্তল, চারটি রাইফেলের গুলি, দুটি পিস্তলের গুলি ও তিনটি হাঁসুয়া। তাঁর কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে দাবি করেছে এলাকাবাসী।
ওই গ্রামের বাসিন্দা আসিফ সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এমাদুর আমার বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির প্রধান গেটে পিস্তল দিয়ে গুলি করে। একই দিন মেহেদুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এমাদুরের কাছে আরও অস্ত্র থাকতে পারে। সেসব উদ্ধার করা জরুরি।’
আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক বলেন, ‘গ্রেপ্তার এমাদুর আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আমার গ্রুপে আমার সঙ্গেই রাজনীতি করতেন।’
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এমাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে