Ajker Patrika

পাবনায় অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

পাবনা প্রতিনিধি
পাবনায় অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

পাবনায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২০ এপ্রিল) রাত দশটার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের সিঙ্গা বাইপাস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— সিএনজি চালিত অটোরিকশার চালক পাবনা পৌর সদরের শালগাড়ীয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে দুখু মিয়া (৩৫) ও একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার সময় রাজশাহীর দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি: সংগৃহীতওসি রওশন আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দুখু ও রমজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত