Ajker Patrika

বিয়ে ভেঙে দেওয়ায় চাচাকে খুন করল ভাতিজারা

প্রতিনিধি, বেড়া (পাবনা)
বিয়ে ভেঙে দেওয়ায় চাচাকে খুন করল ভাতিজারা

পাবনার বেড়া উপজেলার বেড়া পৌর এলাকার বাঙ্গাবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে চাচা হাতেম আলীকে (৫৩) হত্যা করেছে ভাতিজারা। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ভাতিজা সুরুজ আলী (৩৪) ও সাকিল আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বাতেনের ছেলে সজিবের বিয়ে ভেঙে দেওয়ার সন্দেহে বাতেনের সঙ্গে নিহত হাতেমের বিরোধ চলছিল। ওই দিন কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজারা চাচার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করে। এতে হাতেমসহ পাঁচজন আহত হন। লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, পৌর এলাকার বাঙ্গাবাড়ির মৃত আফসার আলীর ছেলে আব্দুল বাতেনের সঙ্গে তাঁর ভাই হাতেম আলীর পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত রোববার সন্ধ্যায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলে বাতেনের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে চাচা হাতেম আলীকে আক্রমণ করেন। এ সময় ভাই ভাতিজাদের হাসুয়ার আঘাতে চাচা হাতেম আলী মারাত্মকভাবে আহত হন। 

এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে মারাত্মক আহত হাসেম আলীর অবস্থার অবনতি ঘটে। ওই দিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে ভাতিজা সুরুজ আলী ও সাকিল আলীকে আটক করতে সক্ষম হয়েছেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত