নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সাত দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত দিন আগেও নওগাঁর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। যা খুচরা বাজারে ছিল ৪২-৪৫ টাকা। গত বুধবার-বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই নওগাঁর বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সাত দিন পর আজ বুধবার জেলার বিভিন্ন বাজারে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।
সরেজমিনে গোস্তহাটির মোড় পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের আমদানি কম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকায়। অন্যদিকে জেলার সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুরসহ অন্য উপজেলার হাটবাজারেও পেঁয়াজের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসছে কম। এ ছাড়া বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
অপর পাইকারি ব্যবসায়ী মির্জা ফকরুল বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে তুলনামূলক পেঁয়াজ আসছে কম। এ কারণে দাম বেড়েছে।
নওগাঁ পাইকারি বাজারের আরেক ব্যবসায়ী তাসলিমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান বলেন, মোকাম ও খোলা হাটে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে আমরাও বাজারে বেশি দামে বিক্রি করছি। বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম দেশি বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে পেঁয়াজ সিন্ডিকেটের কোন সুযোগ নেই। কারণ পেঁয়াজ বেশি দিন মজুত করা যায় না। মজুত করলে তা পচে নষ্ট হয়ে যায়।
খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ছে। আড়তদারদের কাছ থেকে গত কয়েক দিন আগে যে দামে পেঁয়াজ কিনেছি সেই পেঁয়াজ এখন দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শফিউল আলম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা উচিত। তা না হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য।
নওগাঁয় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সাত দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত দিন আগেও নওগাঁর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। যা খুচরা বাজারে ছিল ৪২-৪৫ টাকা। গত বুধবার-বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই নওগাঁর বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সাত দিন পর আজ বুধবার জেলার বিভিন্ন বাজারে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।
সরেজমিনে গোস্তহাটির মোড় পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের আমদানি কম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকায়। অন্যদিকে জেলার সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুরসহ অন্য উপজেলার হাটবাজারেও পেঁয়াজের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসছে কম। এ ছাড়া বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
অপর পাইকারি ব্যবসায়ী মির্জা ফকরুল বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে তুলনামূলক পেঁয়াজ আসছে কম। এ কারণে দাম বেড়েছে।
নওগাঁ পাইকারি বাজারের আরেক ব্যবসায়ী তাসলিমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান বলেন, মোকাম ও খোলা হাটে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে আমরাও বাজারে বেশি দামে বিক্রি করছি। বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম দেশি বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে পেঁয়াজ সিন্ডিকেটের কোন সুযোগ নেই। কারণ পেঁয়াজ বেশি দিন মজুত করা যায় না। মজুত করলে তা পচে নষ্ট হয়ে যায়।
খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ছে। আড়তদারদের কাছ থেকে গত কয়েক দিন আগে যে দামে পেঁয়াজ কিনেছি সেই পেঁয়াজ এখন দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শফিউল আলম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা উচিত। তা না হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
১ ঘণ্টা আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৭ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৭ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৭ ঘণ্টা আগে