Ajker Patrika

নাটোরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল আসামি

প্রতিনিধি, নাটোর
নাটোরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল আসামি

নাটোরে আদালত চত্বর থেকে পুলিশ হেফাজতে থাকা মনিরুল ইসলাম নামের এক আসামি পালিয়ে গেছে। লালপুর থানার একটি চুরির মামলায় গ্রেপ্তারের পর তাঁকে নাটোর আদালতে আনা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটে।

পলাতক মনিরুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের আদ্দুল গাফ্ফারের ছেলে।

জানা গেছে, পলাতক মনিরুলসহ অন্যান্য আসামিদের পাহারায় নিয়োজিত ছিলেন লালপুর থানার পুলিশ কনস্টেবল রায়হান আলী ও আকরাম হোসেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি চুরির মামলায় বুধবার রাতে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ মনিরুলসহ অন্য আসামিদের আদালতে পাঠানো হয়। নাটোর আদালতের সামনে পুলিশের গাড়ি থেকে আসামিদের গণনা করে নামানো হয়। এরপর আদালত পরিদর্শকের কক্ষের সামনে থেকে হাতের হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায় মনিরুল ইসলাম। পরে আসামি গণনার সময় তা জানতে পারেন পুলিশ সদস্যরা।

ওসি আরও জানান, মনিরুলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

নাটোর আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম এই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত