Ajker Patrika

শিক্ষকের মামলায় রাবির বহিষ্কৃত সেই শিক্ষার্থী গ্রেপ্তার

রাবি প্রতিনিধি
শিক্ষকের মামলায় রাবির বহিষ্কৃত সেই শিক্ষার্থী গ্রেপ্তার

শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বহিষ্কার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে মতিহার থানা-পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই বিভাগের শিক্ষক বেগম আসমা সিদ্দিকার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।

ওসি আনোয়ার আলী বলেন, ‘আইন বিভাগের এক শিক্ষকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘এর আগে দুপুরে বিভাগের শিক্ষক বেগম আসমা সিদ্দিকা এ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন—আশিক উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আশিকনামা নামের একটি পেজ থেকে কুৎসা, মানহানিকর, অশ্লীল বক্তব্য প্রকাশ করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত