Ajker Patrika

বগুড়ায় ছাত্রলীগের মিছিলে পদবঞ্চিতদের ধাওয়া, আহত ২

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৩: ৫২
বগুড়ায় ছাত্রলীগের মিছিলে পদবঞ্চিতদের ধাওয়া, আহত ২

বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রলীগের নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। তবে আহত কারও নাম প্রকাশ করেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের জন্য দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। সকাল ৮টার দিকে পতাকা উত্তোলনের পর মাইকে জাতীয় সংগীত পরিবেশন শুরু করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতা-কর্মীরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাঁদের অনুসারীদের ধাওয়া দেন। পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল সাতমাথা চত্বরে গেলে নতুন কমিটির নেতারা তাঁর সঙ্গে যোগ দেন। তাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে পদবঞ্চিত নেতা-কর্মীরা একটি মিছিল বের করে সাতমাথা এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে যান। এভাবে মিছিল ও পাল্টা মিছিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে দলীয় কার্যালয়ে শুধু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত করেন। 

জানা গেছে, গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই বিরোধ শুরু হয়। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করেন। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করায় নবগঠিত কমিটি কার্যালয়ে ঢুকতে পারেনি। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর সকালে পুলিশ প্রহরায় দলীয় কার্যালয়ে যায় নবগঠিত কমিটি। আন্দোলনকারি নেতা-কর্মীদের এক পাশে হটিয়ে দিয়ে ওই দিন শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে নতুন কমিটি অংশ নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ। 

হাতাহাতি ও ধাওয়ার ঘটনায় বক্তব্য জানতে চাইলে ছাত্রলীগের দুই পক্ষের কেউ তাৎক্ষণিক কোনো বক্তব্য দেননি। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিজয় দিবসের কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও পরে তা নিরসন হয়েছে। সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত