Ajker Patrika

শোয়ারঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৪: ২১
শোয়ারঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজশাহীর পুঠিয়ায় রুকাইয়া খাতুন মেঘলা (১৬) নামের এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

রুকাইয়া খাতুন উপজেলার বিড়ালদহ গ্রামের আব্দুল রউফের মেয়ে এবং বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শনিবার রাতে রুকাইয়া খাবার খেয়ে স্বাভাবিকভাবেই নিজের ঘরে ঘুমাতে যায়। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তাকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ পরও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলেছিল সে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আর তার পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত