Ajker Patrika

হত্যার পর কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড 

জয়পুরহাট প্রতিনিধি
হত্যার পর কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড 

শ্বাসরোধে হত্যার পর কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের আদালত। আজ সোমবার জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এই রায় দেন। রায়ে দুজনকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত। 

জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) এবং আয়মাপাড়া গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে কামিনি জাহিদ (৩৫)। 

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ মে ভুক্তভোগী (কলেজছাত্রী) ভাই স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকায় পর দিন  চাচাতো ভাইয়ের বাড়িতে রাতের খাবার খান তিনি। আর রাত সাড়ে ১০টার দিকে দুই ভাতিজিকে নিয়ে বাড়ির একটি ঘরে যান। এরপর মোবাইল ফোনে কথা বলতে বলতে ওই ছাত্রী পাশের ঘরে যান। এরই মধ্যে দুই ভাতিজি ঘুমিয়ে পড়ে। 

ওই সুযোগে রাত ২টার দিকে রনি ও জাহিদ ছাত্রীর ঘরে প্রবেশ করেন। তারা জোরপূর্বক ভিকটিমকে বিবস্ত্র করে মুখ ও দুই হাত চেপে ধরেন। প্রথমে রনি মহন্ত ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। তখন ভিকটিম চিৎকার করে রনির বুক খামচিয়ে ধরেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে ভিকটিম বিছানায় নিস্তেজ হয়ে পড়লে জাহিদ ধর্ষণ করেন। এরপর তারা পালিয়ে যান।  

এ ঘটনায় ৭ মে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পরদিন ৮ মে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ মামলার রায় ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত