Ajker Patrika

‘রিমেম্বার দ্য হিরোস’: বগুড়ায় নিহতদের স্মরণ করল শিক্ষার্থীরা 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৭: ১১
‘রিমেম্বার দ্য হিরোস’: বগুড়ায় নিহতদের স্মরণ করল শিক্ষার্থীরা 

বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্যে দিয়ে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অর্ধশত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী জড়ো হয়ে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল নিয়ে প্রতিষ্ঠানটির সামনে আসে।

এই সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পরিবেশন করে। 

এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং–তুলি, পোস্টার পেপার দেখা যায়। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোনো বাধা দেননি। 

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী নূরা জেরিন বলেন, আন্দোলনে নিহত সব ভাই-বোনদের স্মরণে আজ আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সমবেত হয়েছি। আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ ছাড়া আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আমাদের নীতি-নৈতিকতার পাঠ শিখিয়েছেন, আজ তাঁদের কাছে দেশের এই ক্রান্তিলগ্নে সহযোগিতা চাইতে এসেছি। উনারা সরাসরি না পারলেও যেন মৌন সমর্থন আমাদের দেন।’ 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত