Ajker Patrika

শিবগঞ্জে নারীকে উত্ত্যক্তের জেরে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২: ২৭
শিবগঞ্জে নারীকে উত্ত্যক্তের জেরে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে এক নারীকে উত্ত্যক্তের জেরে মারধরে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে তাঁকে ডেকে নিয়ে মারধর করা হয়।

নিহত যুবকের নাম পারভেজ মিয়া (১৮)। তিনি শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর মাঝপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে। পারভেজ রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

যুবক নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোরশেদুল আলম। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

পারভেজ মিয়ার চাচাতো ভাই রুবেল মিয়া জানান, পারভেজের মোবাইল ফোন নম্বর দিয়ে এক প্রবাসী ফেসবুক আইডি খুলে শিবগঞ্জের বিহার ইউনিয়নের এক মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। ওই মেয়ের ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল মিয়া খোঁজ নিয়ে জানতে পারেন ফেসবুক আইডিটি পারভেজের মোবাইল ফোন নম্বর দিয়ে খোলা।

গত শুক্রবার পারভেজকে ফোনে উপজেলার মহাস্থান জাদুঘর এলাকায় ডেকে নেন সোহেল। সেখান থেকে বেশ কয়েকজন মিলে তাঁকে জোর করে বিহার গ্রামের ফসলের মাঠে সেচ পাম্পের ঘরে বেঁধে রাখেন। এ সময় রড দিয়ে তাঁরা পারভেজের ওপর উপর্যুপরি আঘাত করেন বলে জানান রুবেল মিয়া। এ ঘটনার পর শিবগঞ্জ থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেন সোহেল।

রুবেল বলেন, ‘পুলিশ এসে আমাদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে পারভেজকে ছেড়ে দেয়। তখন আহত অবস্থায় প্রথমে টিএমএসএস হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পারভেজকে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১টার দিকে তিনি মারা যান।’

সোহেল মিয়া বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বলে নিশ্চিত করেছেন ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলাম। সোহেল পলাতক আছেন বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘পারভেজের নামে ইভটিজিংয়ের অভিযোগ কেউ দিয়েছিল বলে জানা নেই। পুলিশ টাকা নিয়েছে এ কথা সত্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত