Ajker Patrika

শাহীনকে কোপানের আগে বিদ্যুৎ নামের কাউকে খুঁজছিল সন্ত্রাসীরা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৮: ৫০
শাহীনকে কোপানের আগে বিদ্যুৎ নামের কাউকে খুঁজছিল সন্ত্রাসীরা: পুলিশ

রাজশাহীতে এক ব্যবসায়ীকে কোপানোর পর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে কী কারণে এই ক্রোকারিজ ব্যবসায়ীর দোকানে গিয়ে তাঁর ওপর হামলা হলো তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যার এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগও হয়নি। 

গতকাল সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান বাজারে মো. শাহীন (৩৪) নামের এই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় শাহীন দোকানেই ছিলেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী সুচরণ এলাকায়। 

ঘটনার পর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ছয়-সাতজন যুবক মুখে কালো কাপড় বেঁধে মাইক্রোবাস থেকে নামেন। তাঁরা ক্রোকারিজ ব্যবসায়ী শাহীনকে দেখে জানতে চান তাঁর নাম বিদ্যুৎ কি না। শাহীন জানান, তাঁর নাম বিদ্যুৎ নয়। তারপরও তাঁকে এক থেকে দেড় মিনিট ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তারা কাটাখালী বাজারের দিক থেকে গাড়ি নিয়ে এসে বাইপাস রোড হয়ে পালিয়ে যায়। 

আহত শাহীনের ভাতিজি মিতা বেগম বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও শত্রুতা নাই। কারা কী কারণে এই হামলা চালিয়েছে, তা আমরা বলতে পারব না। চাচার শারীরিক অবস্থা এখনো ভালো না। কথা বলার মতোও পরিস্থিতি নেই। কথা বলতে পারলে যদি কিছু জানা যায়।’ 

নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন ঘটনাস্থলে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। কারা কেন এই হামলা চালিয়েছে তা জানতে পুলিশ ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে। কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।

ওসি জানান, শাহীন কোনো রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত না। সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে শাহীনের কাছে জানতে চেয়েছিল তাঁর নাম বিদ্যুৎ কি না। পাশেই বিদ্যুৎ নামের আরেক ব্যবসায়ীর দোকান আছে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। 

বিদ্যুতের সঙ্গে পুলিশ কথা বলেছে। তিনি দাবি করেছেন, তাঁরও কারও সঙ্গে শত্রুতা নেই। কেউ তাঁর ওপর এভাবে হামলা করতে আসতে পারে তা-ও তিনি মনে করেন না। বিষয়টির রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত