Ajker Patrika

অধ্যাপক আব্দুল হামিদ আর নেই

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ৪১
অধ্যাপক আব্দুল  হামিদ আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল হামিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী শহরের বিনোদপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ জোহর রাবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

অধ্যাপক আবদুল হামিদ বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। 

অধ্যাপক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এক শোকবার্তায় দর্শন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় অধ্যাপক আব্দুল হামিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক উঁচু মানের গবেষক, লেখক, দার্শনিক ও শিক্ষাবিদকে হারাল। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য।

অধ্যাপক আবদুল হামিদ ১৯৪৩ সালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ১৯৬৪ সালে বিএ এবং ১৯৬৫ সালে এমএ পাস করেন।

আব্দুল হামিদ ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৮৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। দীর্ঘ অধ্যাপনা জীবনে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভাগীয় সভাপতি, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক ও রাকসুর কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত