Ajker Patrika

পাবনায় গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা

প্রতিনিধি, পাবনা
পাবনায় গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা

পাবনা গণপূর্ত বিভাগের অফিস কক্ষে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। 

এই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের ২০ ঘণ্টা পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় আজ মঙ্গলবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযুক্ত নয়ন পাবনা পৌর এলাকার চকছাতিয়ানী মহল্লার মৃত হারুনুর রশিদের ছেলে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'মারধরের শিকার গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার বাদী হয়ে সোমবার সন্ধ্যার পর লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় মঙ্গলবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) ডেভিট হিমাদ্রি বর্মাকে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। আশা করছি খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।' 

সরকারি কর্মকর্তার অফিসে ঢুকে গায়ে হাত দেওয়াকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, 'আমরা আইনগতভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মোকছেদুল আলম নয়ন বলেন, 'মারধরের অভিযোগ সঠিক নয়। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়েছে। এটা নিছক একটা ভুল-বোঝাবুঝি। তদন্তের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়ার আশা করছি। 

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে কার্যালয়ে ঢুকে উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগ ওঠে প্রভাবশালী ঠিকাদার নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই প্রকৌশলী।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত