বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার।
তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই।
বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার।
তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই।
বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে