সিরাজগঞ্জ প্রতিনিধি
ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’
সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’
ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’
সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৫ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪৩ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে