বগুড়া প্রতিনিধি
বন্ধ হচ্ছে বগুড়ার তাঁতবস্ত্র ও কুটিরশিল্প পণ্যমেলা। আগামী শনিবারের মধ্যেই কর্তৃপক্ষ মেলা গুটিয়ে নেবে বলে জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে এ কথা নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার।
বিভাগীয় কমিশনার জাফরউল্লাহ্ বলেন, ‘বগুড়ায় একটি মেলা হচ্ছে জানতে পেরেছি। আমি বগুড়ার ডিসির সঙ্গে কথা বলেছি। আগামী শুক্র বা শনিবারের মধ্যেই মেলা বন্ধ করে চলে যাবে ওরা (আয়োজকেরা)।’
গত ২৩ মে মণিপুরী জামদানি, বেনারসি তাঁতী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, বগুড়া কালেক্টরেট সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার আয়োজনে বগুড়ায় শুরু হয় মাসব্যাপী তাঁত ও কুটিরশিল্প পণ্যমেলা।
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত এ মেলায় ২০ টাকা মূল্যের প্রবেশ টিকিটের নাম করে চলে লটারির আয়োজন। বগুড়া শহরজুড়ে বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল বসিয়ে লটারি বিক্রি চলে। একই সঙ্গে অটোরিকশাযোগে বগুড়ার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করে চলে লটারির টিকিট বিক্রি। মোটরসাইকেল, সোনার চেইন, টিভি, ফ্রিজসহ লোভনীয় পুরস্কার পাওয়ার আশায় লটারি কিনতে থাকেন শ্রমজীবী মানুষ ৷ শিক্ষার্থীরাও তাদের টিফিনের টাকা দিয়ে লটারি কিনে ভাগ্য পরীক্ষা করতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে জেলায় প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকা লটারি থেকে হাতিয়ে নিচ্ছিলেন মেলার ব্যবস্থাপক-আয়োজকেরা। কিন্তু সব দেখেও নীরব ভূমিকায় থাকতে দেখা যায় বগুড়া জেলা প্রশাসনকে।
এ নিয়ে গত ৫ জুন ‘তাঁত ও কুটিরশিল্প মেলা যেমন-তেমন, লটারিই মূল আকর্ষণ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয় ‘আজকের পত্রিকা’য়। এরপর আজ মেলা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
বন্ধ হচ্ছে বগুড়ার তাঁতবস্ত্র ও কুটিরশিল্প পণ্যমেলা। আগামী শনিবারের মধ্যেই কর্তৃপক্ষ মেলা গুটিয়ে নেবে বলে জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্। আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে এ কথা নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার।
বিভাগীয় কমিশনার জাফরউল্লাহ্ বলেন, ‘বগুড়ায় একটি মেলা হচ্ছে জানতে পেরেছি। আমি বগুড়ার ডিসির সঙ্গে কথা বলেছি। আগামী শুক্র বা শনিবারের মধ্যেই মেলা বন্ধ করে চলে যাবে ওরা (আয়োজকেরা)।’
গত ২৩ মে মণিপুরী জামদানি, বেনারসি তাঁতী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, বগুড়া কালেক্টরেট সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার আয়োজনে বগুড়ায় শুরু হয় মাসব্যাপী তাঁত ও কুটিরশিল্প পণ্যমেলা।
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত এ মেলায় ২০ টাকা মূল্যের প্রবেশ টিকিটের নাম করে চলে লটারির আয়োজন। বগুড়া শহরজুড়ে বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল বসিয়ে লটারি বিক্রি চলে। একই সঙ্গে অটোরিকশাযোগে বগুড়ার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করে চলে লটারির টিকিট বিক্রি। মোটরসাইকেল, সোনার চেইন, টিভি, ফ্রিজসহ লোভনীয় পুরস্কার পাওয়ার আশায় লটারি কিনতে থাকেন শ্রমজীবী মানুষ ৷ শিক্ষার্থীরাও তাদের টিফিনের টাকা দিয়ে লটারি কিনে ভাগ্য পরীক্ষা করতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে জেলায় প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকা লটারি থেকে হাতিয়ে নিচ্ছিলেন মেলার ব্যবস্থাপক-আয়োজকেরা। কিন্তু সব দেখেও নীরব ভূমিকায় থাকতে দেখা যায় বগুড়া জেলা প্রশাসনকে।
এ নিয়ে গত ৫ জুন ‘তাঁত ও কুটিরশিল্প মেলা যেমন-তেমন, লটারিই মূল আকর্ষণ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয় ‘আজকের পত্রিকা’য়। এরপর আজ মেলা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে