বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে তা ফেরত দেওয়ার জন্য চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে রড কাটার লোহার কাঁচি ও মোবাইল ফোন নম্বরসহ ছয়টি চিরকুট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—কাহালু উপজেলার শিলকহর গ্রামের সাজু মণ্ডল (৪০) এবং একই উপজেলার নহরাপাড়ার ওমর ফারুক (২১)। র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকায় বেলালুর রহমানের গভীর নলকূপের সঙ্গে থাকা একটি বৈদ্যুতিক মিটার চুরি করে টাকা দাবি করা হয়। ওই ঘটনায় তিনি কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের সূত্র ধরে র্যাব সদস্যরা এই চক্রকে ধরতে মাঠে নামে। একপর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত হলে গতকাল রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কাহালুর বিবিরপুকুর এলাকা থেকে চক্রের ওই দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রড কাটার লোহার কাঁচি ও মোবাইল ফোন নম্বরসংবলিত ৬টি চিরকুট উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তাঁরা চুরি করা মিটার ফেরত দেওয়ার কথা বলে চিরকুট লিখে টাকা দাবি করতেন। এ জন্য তাঁরা একাধিক সিম কার্ড ব্যবহার করে টাকা আদায় করত। গ্রেপ্তার ওই দুজনকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে তা ফেরত দেওয়ার জন্য চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে রড কাটার লোহার কাঁচি ও মোবাইল ফোন নম্বরসহ ছয়টি চিরকুট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—কাহালু উপজেলার শিলকহর গ্রামের সাজু মণ্ডল (৪০) এবং একই উপজেলার নহরাপাড়ার ওমর ফারুক (২১)। র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকায় বেলালুর রহমানের গভীর নলকূপের সঙ্গে থাকা একটি বৈদ্যুতিক মিটার চুরি করে টাকা দাবি করা হয়। ওই ঘটনায় তিনি কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের সূত্র ধরে র্যাব সদস্যরা এই চক্রকে ধরতে মাঠে নামে। একপর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত হলে গতকাল রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কাহালুর বিবিরপুকুর এলাকা থেকে চক্রের ওই দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রড কাটার লোহার কাঁচি ও মোবাইল ফোন নম্বরসংবলিত ৬টি চিরকুট উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তাঁরা চুরি করা মিটার ফেরত দেওয়ার কথা বলে চিরকুট লিখে টাকা দাবি করতেন। এ জন্য তাঁরা একাধিক সিম কার্ড ব্যবহার করে টাকা আদায় করত। গ্রেপ্তার ওই দুজনকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরানোর পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। আজ সোমবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৫ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার একমাত্র চর মাঝিয়ালির বাসিন্দারা চলাচলের জন্য অবশেষে একটি নৌকা পেয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরবাসীদের হাতে নৌকা বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
১৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন আজ সোমবার ৪৭ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৬ শিক্ষার্থী। সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব...
২৬ মিনিট আগে‘আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। ঋণ পরিশোধের জন্য রূপসায় কৃষি ব্যাংকে ১০ লাখ টাকা লোনের জন্য আবেদন করি। কিন্তু ম্যানেজার লোন না দেওয়ায় ব্যাংকে চুরি করার সিদ্ধান্ত নিই।’ আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের শাখায় চুরি মামলার আসামি ইউনূস শেখ।
৪১ মিনিট আগে