Ajker Patrika

বগুড়ায় হরতালের আগের রাতে ৩ গাড়িতে আগুন, বিএনপির ২ কর্মী আটক

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭: ৫৫
বগুড়ায় হরতালের আগের রাতে ৩ গাড়িতে আগুন, বিএনপির ২ কর্মী আটক

বগুড়ায় বিএনপির ডাকা হরতালের আগের রাতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া হরতালের সমর্থনের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে। 

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি শেরপুর সড়ক ধরে সিটি স্কুলে সামনে পৌঁছে সমাবেশের আয়োজন করে। এ সময় ওই সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় হরতাল সমর্থকেরা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ হরতাল সমর্থকদের ধাওয়া করে মন্তেজার ও জাহিদ নামের বিএনপির দুই কর্মীকে আটক করে। এ সময় পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে।

এদিকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর বগুড়া-ঢাকা মহাসড়কে বনানী এলাকায় একটি ট্রাকে, তিনমাথা এলাকায় একটি যাত্রীবিহীন বাসে এবং দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয়বাংলা এলাকায় একটি দুধ বহনকারী লড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার। তিনি বলেন, গাড়ি ভাঙচুরের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া রাতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত