Ajker Patrika

রাবির বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জামিল, সম্পাদক শহীদ ইকবাল

রাবি প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১: ০৬
রাবির বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জামিল, সম্পাদক শহীদ ইকবাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী জামিল রায়হান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল। রোববার (১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ ডিসেম্বর বাংলা বিভাগের চতুর্থ দ্বিবার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনের দ্বিতীয় দিন প্রত্যক্ষ ভোটে দুই বছর মেয়াদি সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ওই দিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ব্রাইনির ইসলাম। 

সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক রোববার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাহমুদ হাসান, তারিক-উল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান খান, মোস্তফা আবু সাঈদ ও গোলাম মোস্তফা জিন্নাহ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তুহিন আব্বাসী ও রবিউল ইসলাম রবি, সহসম্পাদক হিসেবে রয়েছেন জিন্নাতুল ইসলাম, এস এম সাইদুল আম্বিয়া ও রাকিবুজ্জামান সুজন, সহকারী কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে ফারজানা আক্তার মাধুরীকে ৷ 

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহম্মাদুল কবীর, আজিজুর রহমান দিপু ও ফাহমিদা পলি, সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ তৌফিক জুহরী, সংস্কৃতি সম্পাদক শিখা সরকার, দপ্তর সম্পাদক আলমাস মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন এবং উপপ্রচার সম্পাদক শিবলী সিহাব। এ ছাড়া কমিটিতে ২৬ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত