উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
স্নাতকোত্তর শেষ করে দীর্ঘ ছয় বছর পার হলেও চাকরি না পাওয়ায় হতাশায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রবিউল ইসলাম (৩০) নামের এক যুবক। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রবিউল।
মৃত রবিউল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার জহুরুল ইসলামের ছেলে।
মৃতের বড় ভাই হাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ২০১১ সালে এইচএসসিতে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে হিসাববিজ্ঞানেও জিপিএ-৫ পায়। ২০১৫ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক ও ২০১৬ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে আমার ভাই। সে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছে।’
রবিউলের বাবা জহুরুল ইসলাম জানান, তাঁর ছেলে ভালো ফলাফল করার পরও ছয় বছর যাবৎ কোনো চাকরি পায়নি। এত দিনেও বেকারত্ব রবিউলের পিছু ছাড়েনি। রবিউল বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু কোথাও তাঁর চাকরি হয়নি। অন্যদিকে তাঁর সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে। হতাশায় কিছুদিন যাবৎ পরিবারের কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল না। তাঁর ছেলে সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়েও তাঁকে ডাকা হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, গতকাল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বেকারত্বের কারণে আত্মহত্যার করেছেন কি না, তা এখনো জানি না।
স্নাতকোত্তর শেষ করে দীর্ঘ ছয় বছর পার হলেও চাকরি না পাওয়ায় হতাশায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রবিউল ইসলাম (৩০) নামের এক যুবক। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রবিউল।
মৃত রবিউল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার জহুরুল ইসলামের ছেলে।
মৃতের বড় ভাই হাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ২০১১ সালে এইচএসসিতে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে হিসাববিজ্ঞানেও জিপিএ-৫ পায়। ২০১৫ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক ও ২০১৬ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে আমার ভাই। সে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছে।’
রবিউলের বাবা জহুরুল ইসলাম জানান, তাঁর ছেলে ভালো ফলাফল করার পরও ছয় বছর যাবৎ কোনো চাকরি পায়নি। এত দিনেও বেকারত্ব রবিউলের পিছু ছাড়েনি। রবিউল বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু কোথাও তাঁর চাকরি হয়নি। অন্যদিকে তাঁর সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে। হতাশায় কিছুদিন যাবৎ পরিবারের কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল না। তাঁর ছেলে সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়েও তাঁকে ডাকা হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, গতকাল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বেকারত্বের কারণে আত্মহত্যার করেছেন কি না, তা এখনো জানি না।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে