Ajker Patrika

উল্লাপাড়ার কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ার কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন দম ফেলার ফুসরত নেই কামারিদের। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এখন চলছে চাপাতি, দা, বটি, কাটারি, ছোরাসহ নানা হাতিয়ার তৈরির কাজ। কামারপল্লিতে কেউ আসছেন পুরোনো যন্ত্রগুলো মেরামত করার জন্য। আবার কেউ আসছেন নতুন করে কিনতে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় অনলাইনে আবেদনকৃত মোট প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা রয়েছে ১ হাজার ৪১ জন। এর মধ্যে কামারের সংখ্যা রয়েছে ৭০ জন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কামারিদের কর্মব্যস্ততা ততই বাড়ছে। বর্তমানে তারা খুব ব্যস্ত সময় পার করছেন। কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খণ্ডকে দগদগে লাল করছেন তাঁরা। সেই আগুনে লাল হওয়া লোহার খণ্ডগুলো হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করছেন তাঁরা। এভাবে তৈরি করা হচ্ছে নানা ধরনের যন্ত্র। 

উপজেলার দুর্গানগর ইউনিয়নের আলামিন হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি বড় ছুড়ি ও দা তৈরি করার জন্য এসেছেন। প্রতিবারের মতো এবারও এসেছেন তিনি। তবে এবার দামটা একটু বেশি বলে দাবি করছেন আলামিন হোসেন। এখন একটি কাটারির দাম ৬০০ থেকে ৭০০ টাকা এবং বড় একটা ছুরির দাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। 

বাকুয়া গ্রামের কামার মিজান হোসেন বলেন, ‘বছরের অন্য সময় অলস সময় পাড় করলেও কোরবানির ঈদকে ঘিরে এখন আমাদের ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিটি কামারের দোকানেই এখন টুংটাং শব্দে কেউ পুরোনো জিনিস আগুনে পিটিয়ে নতুন করছেন, কেউবা আবার লোহা কিনে এনে আগুনে পুড়িয়ে তা নানা ধরনের জিনিসে পরিণত করছে। তবে লোহা এবং কয়লার দাম বাড়ায় জিনিসের দাম এবার তুলনামূলক একটু বেশি।’ 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোতালিব হোসেন আজকের পত্রিকাকে জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ১৫ জন কামারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার করে টাকা প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত