Ajker Patrika

সরকার আর ২০ দিনও ক্ষমতায় থাকতে পারবে না: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭: ৩০
সরকার আর ২০ দিনও ক্ষমতায় থাকতে পারবে না: মিনু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এই সরকার আর ২০ দিনও ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ। এখন তাদের বিদায়ের পালা। আর এই বিদায় হবে তাদের জন্য চিরদিনের বিদায়। তারা আর ফিরতে পারবে না।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ভুবনমোহন পার্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে এক অনশন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এর আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগের নেতারা দেশ-বিদেশে ধর্না দিচ্ছেন। কিন্তু কোনো লাভ হচ্ছে না। সকল দেশ তাদের প্রত্যাখান করেছে। আমেরিকা, চীন ও রাশিয়াসহ সকল দেশ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। 

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। 

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত