Ajker Patrika

সিরাজগঞ্জে জুট মিল চালু ও বকেয়া আদায়ের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৪: ৪২
সিরাজগঞ্জে জুট মিল চালু ও বকেয়া আদায়ের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ হয়ে যাওয়া দেশের সব জুট মিল চালু ও বকেয়া আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারীরা। আজ রোববার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জাতীয় জুট মিল গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি বরকত উল্লাহ, জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী পরিষদের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেনসহ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসহ সারা দেশের পাটকল বন্ধ করে দেওয়া হলেও শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হয়নি। যার কারণে শ্রমিক-কর্মচারীরা ছেলে-মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় জাতীয় জুট মিলটি এরই মধ্যে রহিদ গ্রুপ নামে একটি বেসরকারি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে। সমাবেশে মজুরি কমিশনের এরিয়াসহ সব বকেয়া পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় মিল পুনরায় চালু করার দাবি জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত