বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আনোয়ার হোসেন নামে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার মো. সেজারুদ্দিন এ সিদ্ধান্ত জানান। তবে, এই আদেশ প্রত্যাহার করে, মনোনয়নপত্র ফিরে পেতে সেজারুদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তবুও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি হতাশাজনক। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তাঁরা হাতে পাননি। আমার প্রতি অবিচার করা হয়েছে। মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর টাকা পরিশোধের তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগে আমরা পাইনি। তবে, তাঁদের আপিলে বৈধতা থাকলে তাঁরা আবার মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাবেন।
নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আনোয়ার হোসেন নামে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার মো. সেজারুদ্দিন এ সিদ্ধান্ত জানান। তবে, এই আদেশ প্রত্যাহার করে, মনোনয়নপত্র ফিরে পেতে সেজারুদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তবুও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি হতাশাজনক। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তাঁরা হাতে পাননি। আমার প্রতি অবিচার করা হয়েছে। মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর টাকা পরিশোধের তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগে আমরা পাইনি। তবে, তাঁদের আপিলে বৈধতা থাকলে তাঁরা আবার মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাবেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৩ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
২৩ মিনিট আগে