Ajker Patrika

ঢাকা থেকে চুরি হওয়া দেড় মাসের শিশু রাজবাড়ীতে উদ্ধার, নারী আটক

রাজবাড়ী প্রতিনিধি
শিশুসহ আটক হওয়া নারী। ছবি: সংগৃহীত
শিশুসহ আটক হওয়া নারী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় দেড় মাস বয়সী শিশুসহ হালিমা আক্তার (২০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক হালিমা আক্তার উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে শিশুসহ ওই নারী ঘোরাঘুরি করছিলেন। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। ওই নারীর সঙ্গে কথা বলে সন্দেহ হলে স্থানীয়রা তাঁকে পাংশা থানায় সোপর্দ করে।

ওসি সালাউদ্দিন আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তিতে থাকেন বলে জানিয়েছেন। ওই নারী বলেন, তাঁর স্বামী এনামুল শিশুটি তাঁকে দিয়েছেন। শিশুটি নিয়ে তিনি ট্রেনে করে পাংশায় চলে আসেন। তবে শিশুটি কোথা থেকে এনেছেন, তা জানা যাননি। ওই নারীর স্বামীকে আটকসহ শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

সৌদি আরব থেকে মিসরের পথে সারজিস আলম

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ