নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নবনির্বাচিত সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। শুক্রবার রাতে নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তাঁরা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের নির্বাচনী কার্যক্রম ও অন্যান্য দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
দেলোয়ার আরও বলেন, ‘স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে এসেছি। এ জন্য বহু মামলা-হামলার শিকার হয়েছি। বিশেষ করে ২০১৫ সালের ৭ জানুয়ারি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হই। অথচ আজ কিছু কথিত বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে নোংরা রাজনীতিতে নেমেছে।’
এ কারণে তিনি অবিলম্বে ওয়ার্ড কাউন্সিলের ফলাফল বাতিলের দাবি জানান।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল বলেন, ‘আমি নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার। কখনো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বরং আমি সব সময় বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। যদি কারও বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকে, দলীয়ভাবে তা খতিয়ে দেখা হবে। তবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নবনির্বাচিত সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। শুক্রবার রাতে নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তাঁরা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের নির্বাচনী কার্যক্রম ও অন্যান্য দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।
দেলোয়ার আরও বলেন, ‘স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে এসেছি। এ জন্য বহু মামলা-হামলার শিকার হয়েছি। বিশেষ করে ২০১৫ সালের ৭ জানুয়ারি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হই। অথচ আজ কিছু কথিত বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে নোংরা রাজনীতিতে নেমেছে।’
এ কারণে তিনি অবিলম্বে ওয়ার্ড কাউন্সিলের ফলাফল বাতিলের দাবি জানান।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল বলেন, ‘আমি নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার। কখনো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বরং আমি সব সময় বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। যদি কারও বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকে, দলীয়ভাবে তা খতিয়ে দেখা হবে। তবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ ঘণ্টা আগে