কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছেন আইনজীবীরা। আজ বুধবার কলাপাড়ার চৌকি আদালত আইনজীবী ভবনে জরুরি সভায় আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি মো. মজিবুর রহমান চুন্নু এসব তথ্য নিশ্চিত করেছেন। এ দিন আদালত চালু থাকলেও আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নেননি। ফলে বিচারপ্রার্থীদের ফিরে যেতে দেখা যায়।
তবে অভিযোগের বিষয়ে জানতে কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
জানা গেছে, আজ কলাপাড়ার চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরি সভায় আদালত বর্জনের সিদ্ধান্ত হয়েছে। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইনজীবী মো. হাফিজুর রহমান চুন্নু, নাথুরাম ভৌমিক, আব্দুস সত্তার, নাসির উদ্দিন মাহমুদ, খন্দকার নাসির উদ্দিন, গোফরান বিশ্বাস পলাশ, সাইদুর রহমান, আবুল হোসেন, খন্দকার শাহাবুদ্দিন, আব্দুস সালাম, কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।
কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ‘জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কলাপাড়ার বিচারপ্রার্থী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকাশ্যে ঘুষ লেনদেন করে আসামিকে জামিন, খালাস আদেশ দেওয়ায় আদালতের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়েছে।’
অপর জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘ম্যাজিস্ট্রেটের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য আদালতে মুখ খোলায় আমি তাঁর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি ক্ষুব্ধ হয়ে আমার পরিচালনাধীন বেশ কয়েকটি মামলায় অন্যায় আদেশ দিয়েছেন। অবিলম্বে তাঁর অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা।’
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি। অবিলম্বে তাঁকে অপসারণ করা না হলে, আইনজীবীরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।’
পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছেন আইনজীবীরা। আজ বুধবার কলাপাড়ার চৌকি আদালত আইনজীবী ভবনে জরুরি সভায় আইনজীবীরা আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি মো. মজিবুর রহমান চুন্নু এসব তথ্য নিশ্চিত করেছেন। এ দিন আদালত চালু থাকলেও আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নেননি। ফলে বিচারপ্রার্থীদের ফিরে যেতে দেখা যায়।
তবে অভিযোগের বিষয়ে জানতে কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
জানা গেছে, আজ কলাপাড়ার চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরি সভায় আদালত বর্জনের সিদ্ধান্ত হয়েছে। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইনজীবী মো. হাফিজুর রহমান চুন্নু, নাথুরাম ভৌমিক, আব্দুস সত্তার, নাসির উদ্দিন মাহমুদ, খন্দকার নাসির উদ্দিন, গোফরান বিশ্বাস পলাশ, সাইদুর রহমান, আবুল হোসেন, খন্দকার শাহাবুদ্দিন, আব্দুস সালাম, কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।
কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ‘জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কলাপাড়ার বিচারপ্রার্থী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রকাশ্যে ঘুষ লেনদেন করে আসামিকে জামিন, খালাস আদেশ দেওয়ায় আদালতের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়েছে।’
অপর জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘ম্যাজিস্ট্রেটের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য আদালতে মুখ খোলায় আমি তাঁর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি ক্ষুব্ধ হয়ে আমার পরিচালনাধীন বেশ কয়েকটি মামলায় অন্যায় আদেশ দিয়েছেন। অবিলম্বে তাঁর অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা।’
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি। অবিলম্বে তাঁকে অপসারণ করা না হলে, আইনজীবীরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।’
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
২ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৩ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৩ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে