পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের এক নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লুটপাট-চাঁদাবাজির দায়ে এক দিন আগে অব্যাহতি পাওয়া বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) এসংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলুকে এই হুমকি দেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান। গতকাল সকালেই তাঁদের মধ্যে এই কথোপকথন হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড থেকে শোনা যায়, ছাত্রদল নেতা বাবলুকে এনায়েত বলছেন, ‘তুই অভিনন্দন জানাইছ কারে? বাবলু উত্তর দিতে গেলেই আবার এনায়েত বলেন,...পো তোর নাজিরপুর আওয়ার ক্ষমতা আছে? তুই পাঁচ বছরে নাজিরপুর আইতে পারলে আমার নাম ফিরাইয়া থুমু। তোরে তো ভাগেই পাইবে না কেউ, যে যে অভিনন্দন দিছে ওই...পোলারা একটাও এলাকায় আইতে পারবে না। তুই সেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে তোর কী হইবে?’ এ সময় একাধিকবার অকথ্য ভাষায় গালমন্দ করেন এনায়েত।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলু বলেন, ‘গতকাল (৯ মার্চ) এনায়েত হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করে রমিজ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় কর্মী হিসেবে আমি নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করি। এতেই ক্ষিপ্ত হয়ে ফোনে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে হত্যার হুমকি দেন। দলীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি চাঁদা দাবি করে না পেয়ে কৃষকের তরমুজ লুটের ঘটনার মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন গত রোববার বিএনপি থেকে বহিষ্কার হওয়া এনায়েত হোসেন খান। তবে তিনি মোবাইল ফোনে দাবি করেন, এই কথোপকথন তাঁর নয়। এটি এডিটেড।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ আজকের পত্রিকা’কে বলেন, ‘আগেও লুটতরাজের অভিযোগে এনায়েত হোসেন খানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তাঁর দুই ছেলে। জেলা কমিটির নির্দেশে লুটতরাজ-চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া রেকর্ডটি শুনেছি। এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।’
আরও খবর পড়ুন:
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের এক নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লুটপাট-চাঁদাবাজির দায়ে এক দিন আগে অব্যাহতি পাওয়া বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) এসংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলুকে এই হুমকি দেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান। গতকাল সকালেই তাঁদের মধ্যে এই কথোপকথন হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড থেকে শোনা যায়, ছাত্রদল নেতা বাবলুকে এনায়েত বলছেন, ‘তুই অভিনন্দন জানাইছ কারে? বাবলু উত্তর দিতে গেলেই আবার এনায়েত বলেন,...পো তোর নাজিরপুর আওয়ার ক্ষমতা আছে? তুই পাঁচ বছরে নাজিরপুর আইতে পারলে আমার নাম ফিরাইয়া থুমু। তোরে তো ভাগেই পাইবে না কেউ, যে যে অভিনন্দন দিছে ওই...পোলারা একটাও এলাকায় আইতে পারবে না। তুই সেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে তোর কী হইবে?’ এ সময় একাধিকবার অকথ্য ভাষায় গালমন্দ করেন এনায়েত।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলু বলেন, ‘গতকাল (৯ মার্চ) এনায়েত হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করে রমিজ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় কর্মী হিসেবে আমি নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করি। এতেই ক্ষিপ্ত হয়ে ফোনে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে হত্যার হুমকি দেন। দলীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি চাঁদা দাবি করে না পেয়ে কৃষকের তরমুজ লুটের ঘটনার মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন গত রোববার বিএনপি থেকে বহিষ্কার হওয়া এনায়েত হোসেন খান। তবে তিনি মোবাইল ফোনে দাবি করেন, এই কথোপকথন তাঁর নয়। এটি এডিটেড।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ আজকের পত্রিকা’কে বলেন, ‘আগেও লুটতরাজের অভিযোগে এনায়েত হোসেন খানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তাঁর দুই ছেলে। জেলা কমিটির নির্দেশে লুটতরাজ-চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া রেকর্ডটি শুনেছি। এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।’
আরও খবর পড়ুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
১২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
৩৪ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে