Ajker Patrika

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার দেউলী বাজার সংলগ্ন কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আদনান হোসেন শাওন (২৬) পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

আজ রোববার দুপুরে শাওনকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাওনের নাম না থাকলেও তাঁকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।

সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের একটি মামলায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত