পাবনা প্রতিনিধি
পাবনা সুজানগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত মোজাহার বিশ্বাস (৫৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রাণীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর গ্রামের মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের অনুসারী বলে জানা গেছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোজাহার বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই তাঁর ময়নাতদন্ত হবে।’
মরদেহ আসার পর এবং থানায় লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে ঘটনার দিন (২১ জুন) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলামিন মিয়া (৩৫) নামে একজন নিহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন রাণীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলামিন মিয়া (৩৫) নামে শাহীন গ্রুপের একজন নিহত হন।
এ ঘটনায় জেরে এলাকার বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাসসহ আরও কয়েকজন আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব আজকের পত্রিকাকে বলেন, ‘আগে যে মারা গেছে সেও আমার কর্মী, এখন যে মারা গেছেন সেও আমার কর্মী। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘যেদিন যুবলীগ নেতা আল আমিন হত্যা হয়, ঘটনার পরপরই সেদিন নিহতদের লোকজন সেই মোজাই বিশ্বাসের অবস্থান জানতে পেরে তাকে মারধর করে। সেই মারামারিতে মোজাই বিশ্বাস আহত হয়।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যে–ই জড়িত থাক, তার বিচার হওয়া উচিত। এখানে আমার লোক, অমুকের লোক বলে কোনো কথা নেই। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’
পাবনা সুজানগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত মোজাহার বিশ্বাস (৫৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রাণীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর গ্রামের মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের অনুসারী বলে জানা গেছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোজাহার বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই তাঁর ময়নাতদন্ত হবে।’
মরদেহ আসার পর এবং থানায় লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে ঘটনার দিন (২১ জুন) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলামিন মিয়া (৩৫) নামে একজন নিহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন রাণীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলামিন মিয়া (৩৫) নামে শাহীন গ্রুপের একজন নিহত হন।
এ ঘটনায় জেরে এলাকার বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাসসহ আরও কয়েকজন আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব আজকের পত্রিকাকে বলেন, ‘আগে যে মারা গেছে সেও আমার কর্মী, এখন যে মারা গেছেন সেও আমার কর্মী। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘যেদিন যুবলীগ নেতা আল আমিন হত্যা হয়, ঘটনার পরপরই সেদিন নিহতদের লোকজন সেই মোজাই বিশ্বাসের অবস্থান জানতে পেরে তাকে মারধর করে। সেই মারামারিতে মোজাই বিশ্বাস আহত হয়।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যে–ই জড়িত থাক, তার বিচার হওয়া উচিত। এখানে আমার লোক, অমুকের লোক বলে কোনো কথা নেই। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’
রংপুরের হারাটি উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে বেত দিয়ে মারধরের অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেপ্রতিটি জায়গায় দুর্বলতা দেখিয়ে আসছে বলেই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা কমে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগে১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে মামলাটি করেন ভুক্তভোগী আকাশ।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের সাগর বালা অভি (২২) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ইতালির পুলিশ। ইতালি থেকে অভির মৃত্যুর খবর এলে পরিবারে শুরু হয় শোকের মাতম। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মৃত্যুর খবর পান দেশে থাকা পরিবারের লোকজন। তাঁর পরিবারকে খবরটি জানান নিহত অভির মামাতো ভাই ইতালিপ্রবাসী শুভ বালা ও
৩ ঘণ্টা আগে