মডেল মসজিদ নির্মাণে অনিয়ম বের করতে তদন্ত কমিটি হবে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণে যে অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। আজ বুধবার বিকেলে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চবিদ্যালয়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।