নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজে পছন্দের কমিটি না দেওয়ায় লোকমান হোসেন সাগর (২৮) নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জজকোর্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন সাগর জেলা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ও সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি চরজব্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।
লোকমানের বড় ভাই উত্তর বাগ্যা গ্রামের ইউপি সদস্য মো. শাহাজাহান বলেন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন জাবেদের পছন্দের লোককে চরজব্বর ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটিতে রাখতে অপারগতা প্রকাশ করা হয়। তাই তাঁর নির্দেশে লোকমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আহত লোকমান অভিযোগ করে বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মাইজদী জজকোর্টের সামনে ভুঁইয়ারহাট এলাকার মাঈন উদ্দিন শাকিলের নেতৃত্বে ১০-১২ জন অতর্কিত আমার ওপর হামলা চালায়। এ সময় তাঁরা আমাকে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন। পরে আদালত ভবনের আইনজীবীরা আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’
সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন জাবেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার ঘটনাটি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। আর চরজব্বর কলেজ ছাত্রলীগের কমিটি ঈদের পরে নিয়ম মোতাবেক দেওয়া হবে। এ নিয়ে কোনো মতবিরোধ নেই।’
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজে পছন্দের কমিটি না দেওয়ায় লোকমান হোসেন সাগর (২৮) নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জজকোর্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন সাগর জেলা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ও সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি চরজব্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।
লোকমানের বড় ভাই উত্তর বাগ্যা গ্রামের ইউপি সদস্য মো. শাহাজাহান বলেন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন জাবেদের পছন্দের লোককে চরজব্বর ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটিতে রাখতে অপারগতা প্রকাশ করা হয়। তাই তাঁর নির্দেশে লোকমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আহত লোকমান অভিযোগ করে বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মাইজদী জজকোর্টের সামনে ভুঁইয়ারহাট এলাকার মাঈন উদ্দিন শাকিলের নেতৃত্বে ১০-১২ জন অতর্কিত আমার ওপর হামলা চালায়। এ সময় তাঁরা আমাকে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন। পরে আদালত ভবনের আইনজীবীরা আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’
সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন জাবেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার ঘটনাটি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। আর চরজব্বর কলেজ ছাত্রলীগের কমিটি ঈদের পরে নিয়ম মোতাবেক দেওয়া হবে। এ নিয়ে কোনো মতবিরোধ নেই।’
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতকটি প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে শিশুটি মারা যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার...
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল রোববার সকাল থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করে। সন্ধ্যায় তা বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আজ সোমবার সকাল ৯টায় পানির প্রবাহ দাঁড়িয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটারে, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)...
৩২ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা একটি ট্রলারে জলদস্যুদের হামলায় নিশান উদ্দিন (২২) নামের এক জেলেকে অপহরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঘাটে ফিরে আসা অন্য জেলেরা এ খবর জানান। অপহৃত নিশান উদ্দিন হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু সারেংয়ের ছেলে।
১ ঘণ্টা আগেদিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে একটি ভুয়া এনজিও। গতকাল রোববার ঋণ নিতে গিয়ে এনজিও অফিসে তালা ঝোলানো দেখে মাথায় হাত পড়েছে গ্রাহকদের।
২ ঘণ্টা আগে