নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে গোয়াল ঘর থেকে সৌরভ নামের ছয় বছর বয়সী এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের একটি গোয়ালঘর থেকে স্থানীয়রা তার উদ্ধার করে।
সৌরভ উপজেলার দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। তার মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। প্রতিদিনের মত সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায় ৷ পরে দোকান থেকে আর বাড়ি আসেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়াল ঘরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানতে চাইলে গোয়াল ঘরের মালিক বনার চৌধুরী বলেন, ‘আমি গোয়ালঘর পরিষ্কার করে গিয়ে দেখি শিশুটির রক্তাক্ত লাশ পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।’
এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ‘ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হউক।’
শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, ‘আমার শিশু সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোন শত্রুও নাই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার মদনে গোয়াল ঘর থেকে সৌরভ নামের ছয় বছর বয়সী এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের একটি গোয়ালঘর থেকে স্থানীয়রা তার উদ্ধার করে।
সৌরভ উপজেলার দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। তার মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। প্রতিদিনের মত সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায় ৷ পরে দোকান থেকে আর বাড়ি আসেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়াল ঘরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানতে চাইলে গোয়াল ঘরের মালিক বনার চৌধুরী বলেন, ‘আমি গোয়ালঘর পরিষ্কার করে গিয়ে দেখি শিশুটির রক্তাক্ত লাশ পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।’
এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ‘ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হউক।’
শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, ‘আমার শিশু সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোন শত্রুও নাই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজার ভাঙচুরে ও কবর থেকে লাশ তুলে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে দলটি।
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বিষাক্ত ও অতিরিক্ত মদপানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে বাস-সিএনজি সংঘর্ষে সিনজি চালক সহ দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ অভিযোগ করে বলেছেন, ‘আমাদের প্যানেল ঘোষণা করার আগ থেকেই এটি ভাঙার চেষ্টা করা হয়েছে। আমাদের প্যানেলে যুক্ত হওয়ায় জিএস প্রার্থীকে চাপ সৃষ্টি...
৩ ঘণ্টা আগে