দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
মাত্র ২৭ বছর বয়স। সংসার, স্বামী ও দুই সন্তানের লালন-পালনে স্বপ্নে ভরা বয়সটা যেন এক অন্ধকার গহ্বরে আটকে গেছে মুর্শিদা আক্তারের। দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে তাঁর। প্রতিদিন কাটছে মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করে।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা মুর্শিদা। বিয়ে হয় আট বছর আগে পাশের চণ্ডীগড় গ্রামে। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব-অনটন থাকলেও ছোট দুই ছেলেকে নিয়ে তাঁদের দিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু তিন মাস আগে মুর্শিদার কিডনিতে জটিলতা ধরা পড়ে। এখন তিনি আর নিজের শক্তিতে চলাফেরা করতে পারেন না।
স্বামী রুবেল মিয়া এখন একদিকে স্ত্রীর সেবাযত্ন, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। রুবেল মিয়া বলেন, ‘স্ত্রীর চিকিৎসা চালাতে ঋণ করতে হয়েছে। এখন আর পারছি না। সমাজের সহানুভূতিশীল মানুষদের কাছে সহযোগিতা চাই।’
তাঁদেরই এক স্বজন শারমিন আক্তার জানান, চিকিৎসকেরা বলেছেন মুর্শিদার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে, আরেকটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, সেই টাকাও এখন নেই। চিকিৎসা প্রায় বন্ধের পথে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো পথ নেই।
এখনো মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়নি তার দুই শিশু। তারা আঁকড়ে ধরে রেখেছে অসুস্থ মাকে। যেন মায়ের ছায়া হারিয়ে অনাথ হয়ে যেতে না হয়, সে আশাতেই সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন স্বজনেরা।
মুর্শিদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বাঁচতে চাই, আমার ছোট সন্তানগুলো মা-হারা হয়ে যাবে। আপনারা আমাকে সহায়তা করেন, আমাকে বাঁচান।’
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, মুর্শিদাকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তা ছাড়া নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
এলাকাবাসী মুর্শিদার পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। তাদের আশা সরকার, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে মুর্শিদা আবারও সুস্থ জীবনে হয়তো ফিরতে পারবেন।
মাত্র ২৭ বছর বয়স। সংসার, স্বামী ও দুই সন্তানের লালন-পালনে স্বপ্নে ভরা বয়সটা যেন এক অন্ধকার গহ্বরে আটকে গেছে মুর্শিদা আক্তারের। দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে তাঁর। প্রতিদিন কাটছে মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করে।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা মুর্শিদা। বিয়ে হয় আট বছর আগে পাশের চণ্ডীগড় গ্রামে। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব-অনটন থাকলেও ছোট দুই ছেলেকে নিয়ে তাঁদের দিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু তিন মাস আগে মুর্শিদার কিডনিতে জটিলতা ধরা পড়ে। এখন তিনি আর নিজের শক্তিতে চলাফেরা করতে পারেন না।
স্বামী রুবেল মিয়া এখন একদিকে স্ত্রীর সেবাযত্ন, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। রুবেল মিয়া বলেন, ‘স্ত্রীর চিকিৎসা চালাতে ঋণ করতে হয়েছে। এখন আর পারছি না। সমাজের সহানুভূতিশীল মানুষদের কাছে সহযোগিতা চাই।’
তাঁদেরই এক স্বজন শারমিন আক্তার জানান, চিকিৎসকেরা বলেছেন মুর্শিদার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে, আরেকটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, সেই টাকাও এখন নেই। চিকিৎসা প্রায় বন্ধের পথে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো পথ নেই।
এখনো মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়নি তার দুই শিশু। তারা আঁকড়ে ধরে রেখেছে অসুস্থ মাকে। যেন মায়ের ছায়া হারিয়ে অনাথ হয়ে যেতে না হয়, সে আশাতেই সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন স্বজনেরা।
মুর্শিদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বাঁচতে চাই, আমার ছোট সন্তানগুলো মা-হারা হয়ে যাবে। আপনারা আমাকে সহায়তা করেন, আমাকে বাঁচান।’
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, মুর্শিদাকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তা ছাড়া নিয়মিত ডায়ালাইসিস করাতে হবে। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
এলাকাবাসী মুর্শিদার পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। তাদের আশা সরকার, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে মুর্শিদা আবারও সুস্থ জীবনে হয়তো ফিরতে পারবেন।
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারের একটি দরজি দোকান থেকে সাব্বির (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
২০ মিনিট আগেপ্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তরুণদের স্মৃতিকে ধারণ করে আমরা গত আগস্ট মাস থেকে ‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছি। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ছেলে-মেয়েদের মন ভালো রাখতে খেলাধুলা...
৩৯ মিনিট আগেপ্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌর শহরে সড়কের ওপর বাস ও সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থায়ী স্ট্যান্ড না থাকায় চালকরা যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করান। এতে প্রায়ই উপজেলা সদরে তীব্র যানজট সৃষ্টি হয়, যা স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের জন্য দুর্ভোগের কারণ
৪৪ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ৪২৫টি কচ্ছপ (কড়িকাইট্টা) উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত কচ্ছপ। শনিবার দুপুরে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভিন্ন পুকুর ও জলাশয়ে জীবিত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
১ ঘণ্টা আগে